নীতিমালা
বিডি রমণী বাঙ্গালী নারীদের জন্য একটি বিশ্বস্ত অনলাইন কমিউনিটি। কমিউনিটিতে সদস্যরা শারীরিক, মানসিক, লাইফস্টাইল, শপিং ও নারীদের ব্যক্তিগত যেকোন বিষয়ে প্রশ্ন করতে ও প্রশ্নের উত্তর দিতে পারে। অনলাইন কমিউনিটি হওয়ায় এই সাইটটি বিভিন্ন মতের মানুষের মিলনস্থল হবে, এটাই স্বাভাবিক। তাই কমিউনিটির শৃঙ্খলার জন্য সকল সদস্যকেই কিছু নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে।
আসুন এক নজরে বিডি রমণী কমিউনিটির নিয়মাবালী জেনে নেই –
১। সকল ক্ষেত্রে (অর্থাৎ প্রশ্ন, উত্তর, মন্তব্য, বার্তা আদান প্রদান ইত্যাদি) সবসময় অবশ্যই বাংলা ভাষায় বাংলা বর্ণমালা ব্যবহার করে লিখতে হবে। বাংলা ছাড়া অন্য ভাষায় লেখালেখি করলে, প্রশাসকবৃন্দ আপনার প্রশ্ন বা উত্তরটি ডিলেট করে দিবেন। সদস্যরা সেই প্রশ্নে বা উত্তরে ঋণাত্মক ভোটও দিতে পারেন।
২। এখানে বিভিন্ন মতালম্বীর সদস্য রয়েছেন। প্রত্যেকের ব্যক্তিসত্ত্বা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় যত্নবান হওয়া এবং অপর সদস্যের প্রতি যথাযথ ভদ্রতা ও শ্রদ্ধা দেখানো সদস্য হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব।
৩। ভাল কিছু দেখলে তাতে ভোট দিন। আপত্তিকর কিছু দেখলে ঋণাত্মক ভোট দিন কিংবা রিপোর্ট করুন।
৪। বিডি রমণী একটি বিশেষায়িত কমিউনিটি, যেখানে সদস্যরা নিজেদের কৌতুহল মেটানোর জন্য নিজেরা প্রশ্ন করেন, আবার অন্যদের কৌতুহল মেটাবার জন্য অন্যদের প্রশ্নে উত্তর দেন। কারও প্রশ্নে উত্তর দেবার সময় চেষ্টা করুন আপনি নিজে যতটুকু জানেন তার পুরোটাই জানিয়ে দিতে।
৫। এমন ভাবে প্রশ্ন করুন, যাতে করে যে কোন সদস্য খুব সহজেই আপনার প্রশ্নটি বুঝে উত্তর দিতে পারে। অর্থাৎ, সবসময় চেষ্টা করবেন অর্থবোধক প্রশ্ন করার। আপনার প্রশ্নটি যদি কোন ধরণের অর্থ বহন না করে, তাহলে বিডি রমণী প্রশাসকবৃন্দ আপনার প্রশ্নটি ডিলেট করে দিবেন।
৬। প্রশ্ন করার সময় শুধু টাইটেল না দিয়ে নিচে ডেসক্রিপশন বক্সে প্রশ্নটি সম্পর্কে বিস্তারিত লিখুন। এতে করে প্রশ্নটি বুঝতে সুবিধে হবে।
৭। দয়া করে যেকোন উত্তর দেয়ার সময় আপনার উত্তরের গ্রহনযোগ্যতা বাড়াবার জন্য তথ্যসূত্র উল্লেখ করতে চেষ্টা করুন। তথ্যসূত্রের সংযোজন আপনার উত্তরকে যথার্থ ও বিশ্বাসযোগ্য করতে সাহায্য করে।
৮। কোন প্রশ্ন করার আগে অবশ্যই খুঁজে দেখতে হবে যে ঐ একই প্রশ্ন আগেই কোন সদস্য জিজ্ঞাসা করেছেন কিনা, কিংবা ইতিমধ্যেই ঐ প্রশ্নের উত্তর রয়েছে কিনা। যদি একই প্রশ্ন বা প্রশ্নের উত্তর আগে থেকেই থেকে থাকে তবে, পুনরায় প্রশ্ন করার দরকার নেই। একই প্রশ্ন একাধিকবার জিজ্ঞাসা করা গ্রহনযোগ্য নয়। সেক্ষেত্রে একই রকম একাধিক প্রশ্ন দেখা গেলে সকল ডুপ্লিকেট প্রশ্ন মুছে দেয়া হবে।
৯। বিডি রমণীতে ব্যক্তিগত বার্তা সুবিধাটি (কোন সদস্যকে সরাসরি ম্যাসেজ করা) সদস্যদের নিজেদের মধ্যে ব্যক্তিগত বার্তা লেনদেনের জন্য প্রযোজ্য। অন্যান্য ক্ষেত্রের মত বার্তা ব্যবহারেও তাই সদস্যের যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। প্রশাসকবৃন্দ প্রয়োজনে যে কারও ব্যক্তিগত বার্তা দেখতে চাইতে পারবেন এবং সেক্ষেত্রে উক্ত সদস্য সেই বার্তা দেখাতে বা প্রদান করতে বাধ্য থাকবেন। এছাড়াও ব্যক্তিগত বার্তা অপব্যবহারের সঙ্গত অভিযোগের প্রেক্ষিতে প্রশাসকবৃন্দ নিজেরাই যে কোন সদস্যের ব্যক্তিগত বার্তা দেখার অধিকার সংরক্ষণ করেন।
১০। আশা করব বিডি রমণী কমিউনিটির সকল সদস্যরা এই নিয়ম কানুন গুলো মেনে প্রশাসকবৃন্দদের সাহায্য করবেন।
উপরোক্ত নিয়মাবলী অমান্য করলে বা অন্য কোনভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করলে, বিশৃঙ্খলা সৃষ্টিকারীর (বা সৃষ্টিকারীদের) বিরুদ্ধে বিডি রমণী কমিউনিটি এর প্রশাসন বোর্ড প্রয়োজনমত নিম্মবর্ণিত এক বা একাধিক ব্যবস্থা নিবেন।
- ওয়ার্নিং বা রিপোর্ট করা।
- সাময়িকভাবে বা স্থায়ীভাবে ব্লক করা।
- ইমেইল/আইপি ব্লক করা।
- প্রশ্ন/উত্তর/মন্তব্য/সদস্যনাম/পয়েন্ট বা সংশ্লিষ্ট বিষয়টি পুরোপুরি বা আংশিক পরিবর্তন বা পরিবর্ধন করা।
- সংশ্লিষ্ট প্রশ্ন/উত্তর/মন্তব্য/সদস্যনাম/পয়েন্ট ইত্যাদি ব্লক করা বা ডিলেট করা।
- যুক্তিসংগত অন্য যে কোন ব্যবস্থা নেয়া।