নবজাতককে হালকা রোদে রাখা কতটা গুরুত্বপূর্ণ? কতটুকু সময় রোদে রাখতে হবে?
Question
in progress
0
শিশুস্বাস্থ্য
4 বছর
2018-12-26T02:58:53+06:00
2018-12-26T02:58:53+06:00 1 Answer
371 views
নবীন 1
Answer ( 1 )
নবজাতককে হালকা রোদে রাখা অনেক গুরুত্বপূর্ণ। এতে বিলিরুবিন এর মাত্রা নিয়ন্ত্রণে থাকে ফলে জন্ডিসের মতো মারাত্মক রোগ থেকে বাঁচানো যায় । তবে রোদে দেওয়ার জন্য অনেকে নবজাতককে ভোরের ঠান্ডা বাতাসে খালি গায়ে ফেলে রাখেন। শীতের ঠান্ডা বাতাস, কুয়াশা বা মেঘলা অবস্থায় শিশুকে বাইরে নেওয়াই অনুচিত। রোদ উঠলে ও বাতাস কম থাকলে বেলা ১২টার আগে নবজাতককে কোলে নিয়ে রোদে বসতে হবে। শরীর উষ্ণ হয়ে উঠতে থাকলে একটি একটি অঙ্গ করে পুরো শরীরে রোদ লাগাতে হবে, তাও আধা ঘণ্টার বেশি নয়। বিকেলের রোদ নবজাতকের শরীরে লাগানো ক্ষতিকর।